03/13/2025 গলের একাদশে সাকিব-লিটন, কলম্বোয় শরিফুল
নট আউট ডেস্ক
১৬ আগস্ট ২০২৩ ০১:৫৭
নট আউট ডেস্কঃ গল টাইটান্স ও কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে চলমান লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) গ্রুপ পর্বের খেলার। প্লে-অফের দৌড়ে থাকা দু'দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। জিতলেই নিশ্চিত শেষ চার, অন্য দিকে হারলেই ছিটকে যেতে হবে এবারের আসর।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দু দলের একাদশেই সুযোগ পেয়েছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া লিটন দাসের অভিষেক হচ্ছে গল টাইটান্সের হয়ে। জাতীয় দলের খেলা থাকায় টিম সেইফার্ট দল ছাড়ায় সুযোগ পেয়েছেন লিটন দাস। যেখানে এই তারকা ব্যাটার সতীর্থ হিসেবে পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
অন্য দিকে কলম্বো স্ট্রাইকার্সের আগের সাত ম্যাচেই একাদশের বাইরে ছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দলের আরেক তারকা পেসার নাসিম শাহ'র চোট সুযোগ হয়ে এসেছেন এই পেসারের জন্য। কলম্বোর বাঁচা মরার ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিদেশের লিগে অভিষেক হতে যাচ্ছে পঞ্চগড়ের এই পেসারের।
বাঁচা মরার ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গল টাইটান্স। দুই দলের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। জাতীয় দলের সূচি থাকায় গলের একাদশে নেই টিম সেইফার্ট ও চাঁদ বোয়েস। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন লিটন দাস ও ইব্রাহিম জাদরান। অন্যদিকে চোটের কারণে কলম্বোর একাদশ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
-নট আউট/টিএ