03/14/2025 কলম্বোকে বিধ্বস্ত করে কোয়ালিফায়ারে সাকিব-লিটনের গল
নট আউট ডেস্ক
১৬ আগস্ট ২০২৩ ০৪:৩৬
নট আউট ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আগেই শেষ চার নিশ্চিত করে রেখেছিল ডাম্বুলা অরা, বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংস। চর্তুথ দল হিসেবে প্লে-অফের সুযোগ ছিল গল টাইটান্স ও কলম্বো স্ট্রাইকার্সের। এমন ম্যাচে কলম্বোতে রীতিমতো উড়িয়ে দিয়ে সেরা দুইয়ে থেকেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে সাকিবের গল টাইটান্স।
প্রেমাদাসায় এদিন গলের একাদশে ছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। অন্যদিকে কলম্বোর একাদশে সুযোগ পেয়েছিলেন শরিফুল ইসলাম। এদিন আগে ব্যাট করতে নেমে তাবরেজ শামসির তোপে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় কলম্বো স্ট্রাইকার্স। সেটাই সেরা দুইয়ে থাকার বড় সুযোগ হয়ে আসে গলের জন্য। কলম্বোর সহজ এই লক্ষ্য ১১.১ ওভারে টপকে যেতে পারলেই কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত ছিল দলটি।
সেই রান নিতে গল খেলেছে মাত্র ৫১ বল, তাতেই ৮ উইকেট ও ৬৯ বল হাতে রেখে বড় জয়ে ক্যান্ডিকে টপকে দুইয়ে উঠেছে গল। অন্যদিকে হেরে আসর থেকে বিদায়ে নিয়েছে শরিফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্স।
৭৫ রানের সহজ লক্ষ্য গলকে টপকাতে হতো ১১.২ ওভারের মধ্যেই। আর নেমেই দ্রুত রান তুলতে গিয়ে শুরুতেই ভানুকা রাজাপাকসে (৬) ও লিটন দাসের (১) উইকেট হারায় গল টাইটান্স। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও লাসিথ ক্রসপুলে। দু'জনই দ্রুত তুলতে থাকেন রান।
৮ ওভার পার করার আগেই দলীয় পঞ্চাশ পার করে গল টাইটান্স। সাকিব-ক্রসপুলে মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর পাথিরানারা ৩ বলে ১৮ রান খরচায় ৮.৩ ওভারের মাথায় জয় তুলে নেয় দলটি। বড় জয়ে ক্যান্ডির কপাল পুড়িয়ে সেরা দুইয়ে থেকেই প্লে-অফ নিশ্চিত করে গল টাইটান্স। ৪ চার ও ৩ ছক্কায় ২৫ বলে লাসিথ ক্রসপুলে অপরাজিত থাকেন ৪২ রানে। ২ চারে সাকিব করেন ১৭ রান।
এর আগে টস হেরে আগে ব্যাট করা কলম্বো স্ট্রাইকার্স মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায়। লাহিরু উদারা ও নুয়ানিন্দু ফার্নান্দো দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করে করেন। এছাড়া নিপুন ধনাঞ্জয়া ১৩ ও মোহাম্মদ নওয়াজ করেন ১১ রান। গলের পক্ষে একাই ৪ উইকেট নেন তাবরেজ শামসি। সিকুগে প্রসান্না ৩ ও লাহিরু কুমারা নেন ২ উইকেট। ২.৪ ওভার বল করে ৮ রানে ১ উইকেট নেন সাকিব।
-নট আউট/টিএ