03/14/2025 এলপিএলের শেষ চারের লাইনআপ
নট আউট ডেস্ক
১৭ আগস্ট ২০২৩ ০৩:১৯
নট আউট ডেস্কঃ শেষ হয়েছে চলমান লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) লিগ পর্বের খেলা। লিগ পর্বের ২০ ম্যাচ শেষে প্লে-অফের টিকিট কেটেছে ডাম্বুলা অরা, গল টাইটান্স, জাফনা কিংস ও বি-লাভ ক্যান্ডি। অন্যদিকে আসর থেকে ছিটকে গেছে কলম্বো স্ট্রাইকার্স।
লিগ পর্বে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার ‘ওয়ান’-এ খেলা নিশ্চিত করেছে ডাম্বুলা অরা। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে রান রেটের সমীকরণে বি-লাভ ক্যান্ডিকে টপকে গল টাইটান্সও করেছে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত। আগামীকাল (১৭ আগস্ট) দিনের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দু'দল।
অন্যদিকে টেবিলের তিন ও চারে থেকে শেষ চার নিশ্চিত করেছে যথাক্রমে বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংস। আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে এলিমিনেটরে মুখোমুখি হবে এই দু'দল। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি খেলবে, অন্যদিকে সুযোগ থাকছে পরাজিত দলেরও। সেক্ষেত্রে তারা খেলবে এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার রাতে। আগামী রোববার (২০ আগস্ট) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এলপিএলের।
-নট আউট/টিএ