03/13/2025 কোচ হয়ে ঘরে ফিরলেন মালিঙ্গা
নট আউট ডেস্ক
২০ আগস্ট ২০২৩ ১৮:৩৪
নট আউট ডেস্কঃ আইপিএলে লম্বা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন লাসিথ মালিঙ্গা৷ ২০১৮ সালে পালন করেছিলেন মেন্টরের দায়িত্ব৷ এক বছর বাদে অর্থাৎ ২০১৯ সালে দলের জয় নিশ্চিত করেছিলেন বল হাতে৷
আইপিএল থেকে আনুষ্ঠানিক অবসরের পর সবশেষ দুই আসরে ছিলেন রাজস্থান রয়্যালসের ডাকআউটে৷ পালন করেছিলেন পেস বোলিং কোচের দায়িত্ব৷ এবার মুম্বাই দলের পেস বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি৷
ফ্র্যাঞ্চাইজি লিগটির আসন্ন আসরে শেন বন্ডের স্থলাভিষিক্ত হবেন শ্রীলঙ্কার সাবেক এই তারকা বোলার।
খেলোয়াড়ি জীবনে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন মালিঙ্গা। যেখানে ৭.১২ ইকোনমি রেটে ১৯৫ উইকেট শিকার করেছেন তিনি।