03/13/2025 বৃষ্টিতে পণ্ড ভারত-আয়ারল্যান্ড ম্যাচ
তাসকিন আফতাব
২৪ আগস্ট ২০২৩ ০৫:২৫
নট আউট ডেস্কঃ এক ম্যাচ হাতে রেখে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল সফরকারী ভারত। ধবলধোলাইয়ের হাত থেকে বাঁচতে এদিন তাই জয় ছাড়া ভিন্ন কোন পথ ছিল না স্বাগতিক আয়ারল্যান্ডের জন্য। অন্যদিকে ভারতের সামনে সুযোগ ছিল আইরিশদের সেই লজ্জায় ফেলতে।
ডাবলিনে আগের দুই টি-টোয়েন্টিতে বৃষ্টি বেশ বাগড়াই দিয়েছিল। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টিতে সেই বৃষ্টি যেন সবকিছুকেই ছাড়িয়ে গেছে। তাতেই বেরসিক বৃষ্টিতে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে গড়ায়নি একটি বলও। ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল সফরকারী ভারত।
এদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস। এরপর দফায় দফায় ম্যাচ শুরুর চেষ্টা করলেও বেড়েছে বৃষ্টির যাত্রা। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪৫ মিনিট পরেও শুরু করা যায়নি ম্যাচ। তাতেই ম্যাচের দৈর্ঘ্য কমে আসতে থাকে। কিন্তু এরপরেও বৃষ্টি আর না থামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।