03/13/2025 আফগান সাম্রাজ্য: বড় বাধা বাংলাদেশের জন্য!
নট আউট ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ০৩:৪৬
নট আউট ডেস্ক: ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ৷ আগামী ৩ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে দুইদল৷ এখানেই বড় প্রশ্ন আফগান বাঁধা টপকাতে পারবে বাংলাদেশ?
এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে আফগানিস্তান৷ শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত এই সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে আফগানিস্তান৷ তবে দুই বিভাগে পাকিস্তানকে ভালোই চাপে রেখেছিল দলটি৷
আফগানিস্তানের বোলিং বিভাগের বিরুদ্ধে বড় পরীক্ষা দিতে হবে টাইগার ব্যাটারদের৷ বিশেষ করে রশিদ খান, মুজিব উর রহমানদের বোলিং আক্রমণ প্রতিহত করতে হবে শক্ত হাতে৷ একই সাথে এই দুই ক্রিকেটার ব্যাট হাতে বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য৷
লোয়ার অর্ডার সবসময় ভুগিয়ে থাকে বাংলাদেশকে৷ অপরদিকে আফগানিস্তানের লোয়ার অর্ডারে তান্ডব ইনিংস খেলতে পারে যে কেউ৷ এখানেও বড় পার্থক্য দুই দলের৷
এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে আফগানিস্তানের বিপক্ষে জেতা চাই বাংলাদেশের৷ একইসাথে বিশ্বকাপ টপার হতে এই জয় দিবে বাড়তি আত্মবিশ্বাস৷