03/13/2025 সাকিবের বাজির ঘোড়া আফিফ
নট আউট ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ১৭:০৬
নট আউট ডেস্ক: এশিয়া কাপ শুরু হচ্ছে কাল৷ বাংলাদেশ পরশু (৩১ আগষ্ট) মাঠে নামবে নিজেদের প্রথম ম্যাচে৷ এই ম্যাচের আগে ভাবনায় ওপেনিং পেয়ার৷ কেননা এখনও দলের সাথে যোগ দিতে পারেননি লিটন দাস৷
অসুস্থতার কারণে দেশেই রয়েছেন লিটন৷ বিকল্প সাইফ হাসানও জ্বরে আক্রান্ত৷ দলের সঙ্গে রয়েছেন দুই ওপেনার নাইম শেখ ও তানজিদ তামিম৷
ওপেনার সংকটে বাংলাদেশ, তা এখন স্পষ্ট৷ এমন সময় ওপেনার জাকির হাসান ও সৌম্য সরকারের নাম আসছে ঘুরেফিরে৷ তবে আফিফ হোসেন হতে পারেন অধিনায়ক সাকিবের বাজির ঘোড়া৷
কাল শুরু এশিয়া কাপ, এক নজরে সময়সূচী
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে আফিফকে দিয়ে ওপেন করিয়েছিলেন সাকিব৷ সে ম্যাচে ২০ বলে ২৪ রান করেছিলেন আফিফ৷ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও এমন অসম্ভাবনাময় সিদ্ধান্ত নিতেই পারেন অধিনায়ক৷ কেননা সাকিব মানেই ভিন্ন কিছু৷
আফিফকে শেষ দিকের জন্য বিবেচনা করা হয় নিয়মিত৷ তবে ঘরোয়া লিগে উপরে ব্যাট করে নিজেকে প্রমাণ করেন এই বাঁহাতি৷ সময় নিয়ে ব্যাট করলেও স্বাচ্ছন্দ্যে দেখা যায় এই ব্যাটারকে৷ দুইয়ে দুইয়ে চার মিললেই ওপেনার বনে যেতে পারেন আফিফ৷
২০২০ সালে জাতীয় দলে অভিষেক হয় আফিফের৷ এখন পর্যন্ত ২৮ ম্যাচে করেছেন ৫৪৬ রান৷ ব্যক্তিগত সর্বোচ্চ ৯৩৷
-নট আউট/এমআরএস