03/13/2025 আইসিসির সেরা ছয়ে বাংলাদেশের তাসকিন
নট আউট ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ১৯:০৮
নট আউট ডেস্ক: এশিয়ার জমজমাট লড়াই শুরু হচ্ছে কাল৷ ৬ দলের লড়াই শেষ হবে ১৭ সেপ্টেম্বর৷ লড়াই শুরুর আগে প্রতিদল থেকে একজন করে খেলোয়াড় বেঁছে নিয়েছে আইসিসি৷ যারা এশিয়া কাপে নিজ দেশের সম্ভাব্য সেরা পারফর্মার হতে পারে৷ এমন তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ৷
বাংলাদেশের পর পাকিস্তান থেকে বাবর আজম, আফগানিস্তানের রশিদ খান, ভারতের জসপ্রীত বুমরাহ, শ্রীলঙ্কার মহেশ থিকশান ও নেপাল থেকে রয়েছেন গুলশান ঝা ৷
বর্তমান ওয়ানডে ক্রিকেটে নাম্বার ওয়ান ব্যাটার বাবর আজম৷ নিয়মিত নিজেকে নিখুঁক করার চেষ্টা করছেন বাবর৷ তার উইকেট প্রাপ্তি বোলারের জন্য বড় অর্জনও বটে৷ ২৮ বছর বয়সী পাক অধিনায়ক ক্যারিয়ারে ১৮ সেঞ্চুরি নিয়ে এশিয়া কাপের আসন্ন আসর শুরু করবে৷
ইনজুরি থেকে ফিরে সবশেষ সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ৷ তার বোল সামলানো বিশ্বের যে কোন ব্যাটারের জন্যই কঠিন কাজগুলোর একটি৷
বাংলাদেশ পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ৷ বল হাতে প্রতিপক্ষকে একাই গুড়িঁয়ে দেওয়ার সামর্থ্য রাখে এই পেসার৷ তাকে নিয়ে আশাবাদী পুরো বাংলাদেশ৷ আইসিসিও দেখছেন ভিন্ন চোখে৷ কেননা সাকিব থাকার পরেও তাসকিনকে বেঁছে নেওয়া সহজ কাজ নয়৷
ম্যাচ জিততে উইকেট প্রয়োজন৷ দৃশ্যপটে হাজির রশিদ খান৷ নিজের দলের রান বাড়ানো প্রয়োজন৷ চার-ছক্কায় ম্যাচ ভাগ্য পরিবর্তন রশিদ খানের হাত ধরে৷ এমন অনেক ঘটনার জন্ম দিতে যথেষ্ট অলরাউন্ডার রশিদ৷
বিশ্বকাপ কোয়ালিফায়ারে নেপালকে এগিয়ে নেওয়ার কাজ করেছিলেন গুলশান ঝা৷ বোলিং-ব্যাটিং দুই বিভাগে দিয়েছেন মেধার পরিচয়৷ এশিয়া কাপে নেপালে বড় সম্পদ৷
লঙ্কান শিবিরে বড় ভরসার নাম মহেশ থিকশান৷ জোড়ের উপর স্পিন করতে পারা বাড়তি শক্তি এই স্পিনারের জন্য ৷
-নটআউট/এমআরএস