03/14/2025 লিটন নাহলে জাকির!
নট আউট ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ২০:২৪
নট আউট ডেস্ক: ‘লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করব ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য'- মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লিটন প্রসঙ্গে এমনটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস৷
জ্বরে আক্রান্ত লিটন এখনও জ্বর থেকে পুরোপুরি সেরে ওঠেননি৷ লিটনের বিকল্প সাইফও ডেঙ্গু আক্রান্ত৷
বিসিবির বিকল্প ভাবনায় রয়েছেন জাকির হাসান। যদি লিটন না যেতে পারেন তাহলে বাঁহাতি তরুণ ব্যাটার জাকিরকে শ্রীলংকায় নিয়ে যাবে টাইগার ক্রিকেট বোর্ড।