03/13/2025 হৃদয় এখন কুমিল্লার
নট আউট ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ২০:৩৩
নট আউট ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তাওহীদ হৃদয়৷ সবশেষ আসর মাশরাফির সিলেটের হয়ে মাঠ মাতিয়েছিলেন এই ডানহাতি৷
আগের আসরে নিলাম থেকে মাশরাফি প্রথম টার্গেট ছিলেন হৃদয়৷ ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে কথাটি নিজেই জানিয়েছিলেন তিনি৷ এবারও সিলেটের হয়ে খেলার কথা রয়েছে মাশরাফির৷
গেল বিপিএলে ১০ ইনিংস ব্যাট করে ৪২ গড় আর ১৪৫.৩৮ স্ট্রাইকরেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৮ রান করেন হৃদয়। করেছেন সর্বোচ্চ পাঁচটি ফিফটি।
-নট আউট/এমআরএস