03/13/2025 চামিরা-হাসারাঙ্গাকে ছাড়াই দল ঘোষণা শ্রীলঙ্কার
নট আউট ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ২৩:৪৭
নট আউট ডেস্কঃ অবশেষে এশিয়া কাপ শুরুর একদিন আগে দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। চোটে জর্জরিত লঙ্কানদের এশিয়া কাপের ঘোষিত দলে অনুমেয়ভাবেই জায়গা হয়নি একাধিক তারকা ক্রিকেটারের।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দো আগেই ছিটকে পড়েছিলেন। তবে লঙ্কানদের বড় ক্ষতিটা হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার ছিটকে যাওয়াটা৷ সদ্য শেষ হওয়া লঙ্কা লিগেও দুর্দান্ত ছন্দে ছিলেন এই তারকা অলরাউন্ডার। এছাড়া পেসার দুশমেন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারাকেও পাচ্ছে না স্বাগতিকরা।
আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার তাদের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশের বিপক্ষে। ক্যান্ডির পাল্লাকেলেতে আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচটি। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে লঙ্কানরা।
শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), প্রাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল জানিথ পেরেরা, কুশল মেন্ডিস, চারিত্রা আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিষ থিকসিনা, দুনিথ, কাসুন রাজিথা, দুশান হেমান্থা, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাধুশান।
-নট আউট/টিএ