03/13/2025 সুযোগ কাজে লাগাবেন তামিম-নাঈম, বিশ্বাস কোচের
নট আউট ডেস্ক
৩০ আগস্ট ২০২৩ ১৪:৪২
নট আউট ডেস্ক: ম্যাচ সংখ্যা ৪, ঝুলিতে ১৭৯ রান, যেখানে গড় দাঁড়িয়েছে প্রায় ৪৫৷ ইমার্জিং এশিয়া কাপের সবশেষ আসরে এই পারফরম্যান্স করেছেন ওপেনার তানজিদ তামিম৷
নিয়মিত নিজেকে প্রমাণ করে জাতীয় দলে সুযোগ হয়েছে তামিমের৷ প্রথম অ্যাসাইনমেন্টে এশিয়া কাপ৷ পাশাপাশি আবারও জাতীয় দলের স্কোয়াডে এসেছেন নাঈম শেখ৷
লিটন দাস ইনজুরি হওয়ায় এই দুইজনের ওপেন করার সম্ভাবনা প্রবল৷ আর দুজনে সুযোগ পেলে দুই হাত দিয়ে সুযোগ লুফিয়ে নিবে বলেও বিশ্বাশ রঙ্গনা হেরাথের৷
বাংলাদেশ স্পিন বোলিং কোচ তানজিদকে নিয়ে বলেন, , 'সে (তানজিদ) ইমার্জিং দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। আমার মনে হয় কয়েকজন ড্যাবুটেন্ট আছে যাদের অভিষেক হতে পারে। তারা সুযোগের অপেক্ষায় থাকবে। আশা করি তারা দুই হাতে সুযোগ লুফে নেবে।'
নাঈম শেখকে নিয়ে তিনি বলেন, 'সে ফিরে এসেছে দেখে ভালো লাগছে। ইমার্জিং এশিয়া কাপেও ভালো করেছে। তার এখানে খেলার অভিজ্ঞতা ও জ্ঞান আছে যেটা তাকে ভালো করতে সাহায্য করবে। সে ভালো একটি অবস্থায় আছে। এই মুহূর্তে সে ভালো করছে।'
উল্লেখ্য: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ৩১ আগস্ট শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ৷
-নট আউট/এমআরএস