03/13/2025 এশিয়া কাপ শেষ লিটনের, শ্রীলঙ্কা যাচ্ছেন বিজয়
নট আউট ডেস্ক
৩০ আগস্ট ২০২৩ ১৫:৪৩
নট আউট ডেস্ক: এশিয়া কাপ দল থেকে ছিটকে গেলেন লিটন দাস৷ লিটনের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেলেন এনামুল হক বিজয় ৷ ৩০ আগস্ট (বুধবার) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বিজয়৷
এশিয়া কাপ দল ঘোষণার পর থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন লিটন৷ তাকে পাওয়ার জন্য সর্বোচ্চ অপেক্ষা করেছেন ম্যানেজম্যান্ট৷ তবে শেষ পর্যন্ত লিটনকে ছাড়াই খেলতে হবে দলকে৷
লিটনের বিকল্প হিসেবে থাকা সাইফ হাসানও ডেঙ্গু পজিটিভ৷ দুজনের অসুস্থতায় সামনে এসেছিল জাকির হাসানের নাম৷ গতকাল মধ্যরাত থেকে বিজয়ের নাম এসেছিল আলোচনায়৷ শুরুতে গুঞ্জন মনে হলেও সকালে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি৷
-নট আউট/এমআরএস