03/13/2025 টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের
নট আউট ডেস্ক
৩০ আগস্ট ২০২৩ ২১:১৮
নট আউট ডেস্কঃ ঘণ্টার কাটা নেমে এসেছে মিনিটে। কিছুক্ষণ বাদেই পর্দা উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের। দীর্ঘ ১৫ বছর পার পাকিস্তানেও ফিরছে এশিয়া কাপ। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে স্বাগতিকরা, প্রতিপক্ষ প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা নেপাল।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে স্বাগতিক পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। আর টস জিতে নেপালকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা৷ অর্থাৎ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
এদিকে ম্যাচ শুরু প্রায় ১৮ ঘণ্টা আগেই প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করে চমক দিয়েছে পাকিস্তান। প্রত্যাশিতভাবেই খর্বশক্তির নেপালের বিপক্ষেও পাকিস্তান নামছে পূর্ণশক্তির দল নিয়েই৷ ব্যাটিংয়ে অধিনায়ক বাবর আজম ছাড়াও রয়েছেন ইনফর্ম ইমাম-উল-হক। এছাড়া শাহিন আফ্রিদির নেতৃত্বে একাদশ অনুমেয়ভাবেই থাকছেন হ্যারিস রউফ, নাসিম শাহ'রা।
অন্যদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা দিনটার সাক্ষী হয়ে থাকল নেপালের সমর্থকেরা। কেননা এই প্রথমবার এশিয়া কাপের মতো এতো বড় মঞ্চে দেশের পতাকা ওড়ালেন রোহিত-লামিচানেরা।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
নেপাল একাদশ: কুশল বুর্তেল, আসিফ শেখ, রোহিত পাডৌলে (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সম্পাল কামি, করণ কেসি, সন্দিপ লামিচানে এবং ললিত রাজবংশি।
-নট আউট/টিএ