03/13/2025 মার্শের তারকাখচিত ইনিংসে বিধ্বস্ত দ.আফ্রিকা
নট আউট ডেস্ক
৩১ আগস্ট ২০২৩ ১৭:১৪
নট আউট ডেস্কঃ ডারবানে শুরু হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচে অজি অধিনায়ক মিচেল মার্শের তারকাখচিত ইনিংসে স্বাগতিকরা স্রেফ উড়ে গেছে। ফলে ১১১ রানের বড় জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া।
এদিন আগে ব্যাট করে মিচেল মার্শের হার না মানা ৯২ ও টিম ডেভিডের ঝড়ো ফিফটিতে অজিরা গড়ে ২২৬ রানের পাহাড়। জবাব দিতে নেমে অভিষিক্ত অজি বোলার তানভীর সিঙ্গার তোপে মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাতেই ১১১ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া।
অজিদের ২২৭ রানের পাহাড় টপকাতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরেন টেম্বা বাভুমা। এরপর র্যাসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে দলের হাল ধরেন রেজা হেন্ড্রিকস। দলীয় পঞ্চাশ পার হওয়ার আগেই ২১ রানে ফিরেন ডুসেন৷ অধিনায়ক এইডেন মার্করামও ফিরে যান দ্রুত। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
বাকিদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন রেজা হেন্ড্রিকস। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৫ রানেই থামে দক্ষিণ আফ্রিকা। ৫ চার ও ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন রেজা হেন্ড্রিকস। অস্ট্রেলিয়ার পক্ষে তানভীর সিঙ্গা নেন ৪ উইকেট। এছাড়া মার্কাস স্টয়নিস ৩ ও স্পেন্সার জনসন নেন ২ উইকেট।