03/14/2025 পেসারদের শিকার ভারতের দশ উইকেট
নট আউট ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৩ ০২:২৭
নট আউট ডেস্কঃ ক্যান্ডিতে এশিয়া কাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত স্কোরবোর্ডে জমা করেছে ২৬৬ রান। পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিতে ভারতীয় ব্যাটাররা খেলেছে ৪৮ দশমিক ৫ ওভার।
পাকিস্তানের পেসাররা ম্যাচের শুরু থেকেই চেপে ধরার চেষ্টা করেছে ভারতকে। চেষ্টায় সফলতার হার শতভাগ। পাক তিন পেসার মিলেই নিয়েছেন ভারতের দশ উইকেট।
বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ৩৫ রানে চার উইকেট, নাসিম শাহ ৩৬ রানে ৩ উইকেট ও হারিস রউফ ৩ উইকেট নিয়েছেন ৫৮ রান খরচে।
তিন পেসার মিলে দশ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ১২৯ রান। তর্কসাপেক্ষে পাকিস্তান পেস ইউনিটকে বর্তমান সময়ে কেন সেরা বলা হয়, তা আরেকবার প্রমাণ করলো নিজেরা।
-নট আউট/এমআরএস