03/13/2025 তামিমের কথা মনে পড়েছে চন্ডিকার!
নট আউট ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৪
নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের পর তামিম ইকবাল ও লিটন দাসকে না পাওয়ার কথা জানিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখে শোনা গেল আক্ষেপের কথা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ কোচ। ওপেনিং পেয়ারের ব্যর্থতা প্রশ্নে তামিম-লিটনের কথা সামনে আনেন তিনি।
চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘টপ অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। সেটা যেকোনো দলের জন্যই সত্যি। কিন্তু কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে। আরেকজন অসুস্থ। আমাদের দলে এখন যারা আছে, তাদের ওপর ভরসা রাখতে হবে। ওরা প্রতিভাবান, সে জন্যই ওরা দলে আছে।’
উল্লেখ্যঃ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারলে এশিয়া কাপ শেষ বাংলাদেশের।
-নট আউট/এমআরএস