03/13/2025 ছেলেকে সেঞ্চুরি উপহার শান্তর
নট আউট ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪৪
নট আউট ডেস্কঃ এশিয়া কাপের ক্যাম্প চলাকালীন পুত্র সন্তানের বাবা হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সদ্য আগত সন্তানকে দেশে রেখে দায়িত্ব পালনে দেশ ছাড়তে হয়েছে এই ব্যাটারকে। এশিয়া কাপের প্রথম ম্যাচে হয়েছেন সেঞ্চুরি বঞ্চিত। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই শতক তুলে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের এই শতক ছেলেকে উৎসর্গ করেছেন শান্ত।
ইনিংস শেষে শান্ত বলেন, 'এই সেঞ্চুরি আমি আমার ছেলেকে উৎসর্গ করছি। আমরা দুই উইকেট (হারানো) নিয়ে চিন্তিত ছিলাম না। আমরা পরিস্থিতি এবং বলের যোগ্যতা অনুযায়ী খেলেছি। এটি ভালো একটি টুর্নামেন্ট এবং চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। এটা আমাকে বেশ সাহায্য করেছে। এটিই আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সাহায্য করে। কারণ অনেক বিদেশী খেলোয়াড় এখানে খেলে।'
আফগানিস্তানের বিপক্ষে চাপের ম্যাচে শান্ত খেলেছেন ১০৪ রানের ইনিংস। দলীয় ৬৩ রানে দুই উইকেট হারানো দলকে সামনে নিয়েছেন দায়িত্ব নিয়ে।
-নট আউট/এমআরএস