03/14/2025 ভারত সফরে অনিশ্চিত ম্যাক্সওয়েল
নট আউট ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১১
নট আউট ডেস্কঃ বিশ্বকাপের আগে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অনিশ্চিত গ্লেন ম্যাক্সওয়েল। গোড়ালিট চোটে রয়েছে এই অলরাউন্ডার। ম্যানেজম্যান্ট বড় ধরনের ঝুঁকি নিতেও ইচ্ছুক নয়।
নিজের ইনজুরি নিয়ে ম্যাক্সওয়েল বলেন, 'আমি এখনও ভারত সিরিজে কিছু ম্যাচ খেলতে চাই। তবে এটা নিয়ে আমি কোনো চাপ নিচ্ছি না। নির্বাচক এবং স্টাফরা বেশ দূর্দান্ত তারা আমাকে এর জন্য কোনো রকম চাপ দিতে চায় না। তারা আমাকে অতিরিক্ত চাপ দেয়াড় জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিতে চায় না।'
'কারণ তারা জানে বিশ্বকাপের আগে তাদের হাতে এখনও বেশ কিছু সময় আছে। তাড়াহুড়ো করার পরিবর্তে নিজেকে সম্ভবত এক অথবা দুই সপ্তাহ (খেলা) থেকে পিছিয়ে রেখে নিজেকে কিছুটা অতিরিক্ত সময় দিয়ে পুরো (বিশ্বকাপে) টুর্নামেন্টের জন্য নিজেকে সক্ষম এবং নিশ্চিত করা।'
সাউথ আফ্রিকা সফর শেষেই ভারত সফর করবে অস্ট্রেলিয়া। যেখানে তারা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে তিনটি ওয়ানডে সিরিজ খেলবে। ফলে ম্যাক্সওয়েলের চোট ছোট হলেও এই ব্যাটারকে অস্ট্রেলিয়া রাখছে নিবিড় পর্যবেক্ষণে।
-নট আউট/এমআরএস