03/13/2025 চাপ ইস্যুতে অদম্য ,সাকিব হওয়ার পথে মিরাজ: কার্তিক
নট আউট ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৫
নট আউট ডেস্কঃ মিরাজের সবচেয়ে বড় দক্ষতা চাপ নিতে পারা। বাংলাদেশ অলরাউন্ডারকে নিয়ে এমন মন্তব্য করেছেন দীনেশ কার্তিক।
শুধু কার্তিক নয়, মিরাজকে নিয়ে আপনিও বলতে পারেন একই কথা। অতীতে দেখা যায়, ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে চাপ নিয়ে ম্যাচ জিতিয়েছেন মিরাজ। সেই বছরের শেষ দিকে ভারতের বিপক্ষেও একা হাতে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে মিরাজের বীরত্ব লেখা থাকবে ইতিহাসের পাতায়। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ওপেন করতে নেমে খেলেছেন ১১২ রানের ইনিংস।
মিরাজকে নিয়ে কার্তিক বলেন, 'আমার মতে মিরাজের সব থেকে বড় দক্ষতা ব্যাটিং কিংবা বোলিং নয়। তার সবচেয়ে বড় দক্ষতা হলো চাপ নিতে পারা। আমি সেটা দেখেছিলাম ভারতের বিপক্ষে (গত বছর) সিরিজের শেষ ম্যাচে। সে ভারতের জয়ের পথে (বাধা হয়ে) দাঁড়িয়েছিল এবং বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এটা সে এক-দুইবার নয় প্রায়ই করে থাকে।'
মিরাজকে বলা হয় ভবিষ্যত সাকিব আল হাসান। কার্তিকও মনে করেন সাকিব হওয়ার পথেই রয়েছেন মিরাজ।
কার্তিক বলেন, 'সে একজন কোয়ালিটি অলরাউন্ডার হিসেবে গড়ে উঠছে। কিছু ক্ষেত্রে অনুসারে সে সম্ভবত সাকিবের জায়গা নেয়ার সঠিক পথেই রয়েছে। যেভাবে সাকিব এক সময় পাঁচ নম্বর পজিশনে এসে ব্যাটিং করত এবং নিজের পারফরম্যান্স দেখাতো।'
-নট আউট/এমআরএস