03/14/2025 নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন রিয়াদ, ইঙ্গিত পাপনের
মশিউর রহমান শাওন
৫ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৪
নট আউট ডেস্কঃ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার (০৪ সেপ্টেম্বর) এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। একই সাথে জানিয়েছেন এশিয়া কাপের দলটিই বিশ্বকাপ দল হওয়ার সুযোগ নেই।
এশিয়া কাপের দল বিশ্বকাপের দল নয়, এ নিয়ে পাপন বলেন, এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি। নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।'
মাহমুদউল্লাহ প্রশ্নে পাপন বলেন, 'আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরি প্রবন বেশি। কাল যেমন দেখেন শান্ত ব্যাথা পেল। কাল মিরাজ ব্যাথা পেয়েছে। এর আগের ম্যাচে মোস্তাফিজ ভুগেছে। এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নাই।'
নিউজিল্যান্ড সিরিজ শেষে বিশ্বকাপ দল নিয়ে ভাববে বিসিবি। আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
-নট আউট/এমআরএস