03/14/2025 মেন্টর নয়, অধিনায়ক হিসেবে ভারত বিশ্বকাপে উইলিয়ামসন
নট আউট ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৬
নট আউট ডেস্ক: সবশেষ আইপিএলে চোটে পড়েছিলেন কেন উইলিয়ামসন৷ লম্বা সময়ের জন্য ছিলেন মাঠের বাইরে৷ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা ছিল এতদিন৷ তবে এবার স্বস্তি দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য৷ কেননা বিশ্বকাপ দলে থাকছেন এই তারকা ক্রিকেটার৷
বিশ্বকাপ স্কোয়াড এখনও ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ তবে বোর্ডের তরফে জানানো হয়েছে বিশ্বকাপ দলে থাকছেন উইলিয়ামসন ৷
বোর্ড জানিয়েছে, 'আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে (বিশ্বকাপে) তাকে পাওয়া যাবে।'
ভারত বিশ্বকাপে উইলিয়ামসনকে পেতে চেয়েছিল ম্যানেজম্যান্ট৷ খেলোয়াড় হিসেবে না হলেও মেন্টর হিসেবে রাখা হতো দলে৷ তবে শেষ পর্যন্ত এসব কিছু করতে হচ্ছে না৷ তিনি দলে ফিরলে আবারও দলটির অধিনায়ক হবেন তা বলার অপেক্ষা রাখেনা৷
উল্লেখ্য: আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে এনজেডসি।
-নট আউট/এমআরএস