03/14/2025 নিউজিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছে না শান্তর!
নট আউট ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩১
নট আউট ডেস্কঃ দুই ম্যাচে সর্বোচ্চ রান নিয়ে তালিকার নাম্বার ওয়ানে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শেষ পর্যন্ত ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই ব্যাটার। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তিনি থাকছেন মাঠের বাইরে।
বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার বর্তমানে শান্ত। ব্যাট হাতে নির্ভরতার প্রতীক তিনি। তাই এই ক্রিকেটারকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায়না বিসিবি।
শান্তকে নিয়ে ‘ঢাকা পোস্টকে’ নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, 'মাত্র তো ইনজুরির খবর জানা গেল। এশিয়া কাপটা শেষ হোক তারপর বলা যাবে। তখন দেখা যাক খেলতে পারে কি না।'
বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানানো হয়েছে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন না শান্ত। ফিট হতে ৩-৪ সপ্তাহ সময় প্রয়োজন।
আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২৩ ও ২৬ তারিখ সিরিজের বাকি দুটি ওয়ানডে। ৩ ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
-নট আউট/এমআরএস