03/13/2025 বাংলাদেশের টার্গেট পরের বিশ্বকাপ !
নট আউট ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৮
নট আউট ডেস্কঃ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল, এটা আমি জানি না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে এমন মন্তব্য করেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। অথচ এশিয়া কাপ শুরুর আগে সকলে ঘটা করে প্রকাশ করেছিল এবার আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি।
এশিয়া কাপ চলাকালীন মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, ফাইনাল মানে, এবার আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। অথচ বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে চায় কে বলেছে এমন কথা জানেন না বিসিবি প্রধান।
আগামী মাসে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সংস্করণ ওয়ানডে বলেই হয়তো স্বপ্নটাও বড়। বাংলাদেশ ট্রফি জিতবে এমন স্বপ্ন দেখছে সকলে। বিশ্বকাপ চলাকালীন হয়তো দায়িত্বের কেউ বলবে আমাদের টার্গেট পরের বিশ্বকাপ।
আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে দূর্দান্ত করলেও বাংলাদেশ হারায় ছন্দ। এমন অবস্থায় সম্ভবত ট্রফি জয়ের স্বপ্নটাই ছেড়ে দিবে দেশবাসী।
-নট আউট/এমআরএস