03/12/2025 ধর্ম প্রচারে সাকিবের পাশে মিরাজ
নট আউট ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫২
নট আউট ডেস্কঃ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু তানজিম হাসান সাকিবের ফেসবুক পোস্ট। নারীদের নিয়ে করা ধর্মীয় পোস্টের কারণেই শুরু হয়েছিল এই আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা পৌঁছেছে বিসিবি পর্যন্ত।
সাকিব অন্যকে কষ্ট দেওয়ার কোন চেষ্টা করেনি। কেউ কষ্ট পেলেও তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। বিসিবি থেকে সাকিবের সাথে আলোচনার পর বোর্ড কর্তা জানিয়েছেন পজিটিভ কথা। এদিকে সাকিবের পাশে দাঁড়িয়েছেন মেহেদি হাসান মিরাজ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করেন মিরাজ। ক্যাপশনে লেখেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে।’
‘বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে।’
‘তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’
-নট আউট/এমআরএস