03/13/2025 সূর্যতে ভরসা রাখছে ভারত
নট আউট ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০০
নট আউট ডেস্কঃ আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতের এক্স-ফ্যাক্টর হতে যাচ্ছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করলেও ওয়ানডেতে ব্যাট হাতে সফল হতে পারছেন না এই ব্যাটার। তবুও তার প্রতিই ভরসা রাখছে ভারতীয় হেড কোচ।
ভারতীয় ওয়ানডে দলে ৬ নাম্বার পজিশন সামলানোর দায়িত্ব পাচ্ছেন সূর্যকুমার। এমনই ইঙ্গিত দিয়েছেন রাহুল দ্রাবিড়।
সূর্যকে নিয়ে রাহুল দ্রাবিড় বলেন, 'আমরা টি-টোয়েন্টিতে তার এই গুণগুলো দেখেছি। তবে আমরা জানি তার মতো একজন ব্যাটার ছয় নম্বরে কী প্রভাব ফেলতে পারে। সে একটি ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। এ কারণেই আমরা তাকে সম্পূর্ণ সমর্থন করছি। আমরা এই বিষয়ে খুব স্পষ্ট। আমরা আশাবাদী সে ঘুরে দাঁড়াতে পারবে।
সূর্যকুমারকে নিয়ে দেশটির ক্রিকেটে দারুণ সমালোচনা চলছে। তবে তার সামর্থ্যে ভরসা রাখছে ভারতীয় দল। খারাপ সময়ে পাশে থাকছে ম্যানেজম্যান্ট। এখন পালা নিজেকে প্রমাণ করার।
-নট আউট/এমআরএস