03/14/2025 বিশ্বকাপেও অনিশ্চিত টিম সাউদি
নট আউট ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৯
নট আউট ডেস্কঃ বাংলাদেশ সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। তবে এই দলে রয়েছেন বিশ্বকাপে থাকা পাঁচ ক্রিকেটার। ইনজুরির কারণে সফরে আসতে পারেননি টিম সাউদি। আসন্ন বিশ্বকাপ মিসও করতে পারেন এই তারকা ক্রিকেটার।
গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন সাউদি। লর্ডসে স্লিপ অঞ্চলে জো রুটের ক্যাচ তালুবন্দি করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপের দলে সাউদিকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও কিউই টিম ম্যানেজমেন্ট আশা করছে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন দলের অন্যতম সেরা এই পেস অস্ত্র।
-নট আউট/এমআরএস