03/15/2025 চমক রেখে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা পাকিস্তানের
নট আউট ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৩
নট আউট ডেস্কঃ ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তান পেসার নাসিম শাহ। এই তরুণে পেসারের জায়গায় হাসান আলীকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। যথারীতি বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন বাবর আজম। সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শাদাব খানকে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
-নট আউট/এমআরএস