03/13/2025 বিপিএলে দল পেলেন না সাব্বির, তালিকায় রয়েছেন আশরাফুল,মুমিনুল
নট আউট ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯
নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরু হবে আগামী বছরের শুরুতে। এই আসরকে কেন্দ্র করে আজ (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড় নিলাম। এই নিলাম থেকে কোন দলই আগ্রহ প্রকাশ করেননি সাব্বির রহমানকে নিয়ে।
শুধু সাব্বির নয়, দল পাননি মুনিম শাহরিয়ার, মুমিনুল হক। নিজের শেষ বিপিএলে বলেই ড্রাফটে নাম দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের প্রতিও কোন দল আগ্রহ প্রকাশ করেনি।
যদিও এখনো সুযোগ আছে তাদের দলে ভেড়ানোর। কোনো ফ্রাঞ্চাইজি চাইলেই ভিত্তিমূল্য অনুযায়ী দলে টানতে পারে তাদের। অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই এখন মুমিনুল, মুনিমদের।
-নট আউট/এমআরএস