03/14/2025 সিরিজ বাঁচানো ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
নট আউট ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪২
নট আউট ডেস্কঃ বিশ্বকাপের আগে বাংলাদেশের সবশেষ সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে। শেষটিতে আজ মাঠে নামবে দুই দল। সিরিজে এখন পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা।
সিরিজ রক্ষা করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তাই চাপ নিয়েই মাঠে নামতে হবে স্বাগতিকদের।
সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় তারা।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
-নট আউট/এমআরএস