03/13/2025 জায়গা হয়নি তামিমের, বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের
নট আউট ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৯
নট আউট ডেস্কঃ আজ রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। যেখানে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ওপেনার তামিম ইকবালের।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এর আগে ২০১১ ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপেও টাইগারদের নেতৃত্বে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১৫ জনের দলে তামিম ইকবালের জায়গা না হওয়ায় সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। স্কোয়াডে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
ওপেনিং পজিশনে তামিমের সঙ্গী কেবল লিটন কুমার দাসই। প্রয়োজনে তাই ওপেনিংয়ে দেখা যেতে পারে মেহেদী মিরাজকেও। অন্যদিকে স্পিন আক্রমণে অধিনায়ক সাকিবের সঙ্গী হয়েছেন নাসুম আহমেদ, শেখ মেহেদী ও মেহেদী মিরাজ।
১৫ সদস্যের দলে পেসারের সংখ্যা ৫ জন। অনুমেয় ভাবেই ভারতের বিমান ধরছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা। এছাড়া শেষ মূহুর্তে এসে দলে ডুকেছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
-নট আউট/টিএ