03/14/2025 গণমাধ্যমে তামিম নিজেই বিভ্রান্তি সৃষ্টি করেছে-আশরাফুল
নট আউট ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৬
নট আউট ডেস্কঃ ক্রিকেটে কিছু গোপনীয় বিষয় থাকে, যা প্রকাশ না করাই উত্তম। এই যেমন কয়েকদিন আগে ফিটনেস টেস্টে লেটার মার্ক পেয়ে পোস্ট করেছিলেন বিরাট কোহলি। এরপর বিসিসিআই বোর্ড থেকে তাকে সাবধান করা হয়েছে। অপরদিকে তামিম ইকবাল গণমাধ্যমে নিজের ফিটনেস দূর্বলতা বারবার প্রকাশ করেছে।
তামিম নিজেই এভাবে গণমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।
আশরাফুল বলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কোনো ক্রিকেটার পুরোপুরি ফিট না থাকলে তাকে দলে রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট।
২০১১ ও ২০১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, ‘শুরু থেকেই মিডিয়াতে দেখেছি যে তামিম পুরোপুরি ফিট না। এক ম্যাচ খেলে আবার বিশ্রামে চলে গেছেন। বিশ্বকাপেও সবগুলো ম্যাচ পাবে কিনা নিশ্চিত না। অতীতেও আমরা দেখেছি মাশরাফিকে ২০১১ বিশ্বকাপে এভাবে নেওয়া হয়নি। ২০১৯ বিশ্বকাপে তাসকিনকেও নেওয়া হয়নি।
-নট আউট/এমআরএস