03/13/2025 অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরলেন ল্যাবুশেন
নট আউট ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৭
নট আউট ডেস্কঃ বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র সপ্তাহ খানেক। ক্রিকেটের সবচেয়ে বড় এই মহা যজ্ঞ এবার বসবে ভারতে। যদিও বিশ্বকাপের পর্দা উঠার আগেই একের পর এক ক্রিকেটার ইনজুরিতে যাচ্ছেন ছিটকে। এর সবশেষ সংযোজন হলেন অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার। চোটের কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না এই অজি স্পিনারের।
পায়ের চোটের ভুগতে থাকা অ্যাস্টন অ্যাগারকে স্কোয়াডে রেখেই দল ঘোষণা করেছিল অজিরা। তবে সেই চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরন হচ্ছে না অজি স্পিনারের। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ফক্স স্পোর্টস।
এদিকে অ্যাগারের চোটের ভাগ্য খুলেছে দুর্দান্ত ছন্দে থাকা মার্নাস ল্যাবুশেনের। প্রথমে অজিদের বিশ্বকাপ দলে না থাকলেও শেষ মূহুর্তে এসে দলে ডুকেছে এই তারকা ব্যাটার। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করে অজিরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে অ্যাগার ছিটকে গিয়ে দলে সুযোগ পেয়েছেন ল্যাবুশেন।
উল্লেখ্য, ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যাস্টন অ্যাগারের। তবে জাতীয় দলে খুব একটা নিয়মিত হতে পারেননি। ঘরের মাঠে ২০১৫ বিশ্বকাপ কিংবা ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে থাকতে হয়েছিল দর্শক হয়েই। এবার অবশ্য বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েও পায়ের চোটে ছিটকেই গেলেন৷ ২৯ বছর বয়সী অ্যাগার।
-নট আউট/টিএ