03/13/2025 ফুটবল খেলতে গিয়ে চোট বাঁধালেন সাকিব
নট আউট ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০১
নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিশ্বকাপের জন্য ১৫ জনের দলে জায়গা হয়নি ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। এই নিয়ে বিগত কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সমালোচনার তীর অবশ্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের দিকেই তুলছে অনেকেই৷ এর মধ্যে বাংলাদেশ শিবিরে এসেছে আরেক দুঃসংবাদ। সেটাও খোদ অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে।
ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে আজ (শুক্রবার) গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। শঙ্কা রয়েছে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও। অবশ্য বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবের চোটের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
এদিকে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসের এম প্রতিনিধি দাবি করেছেন, গোহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। পা অনেকটাই ফুলে গেছে। সাকিব না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ।
-নট আউট/টিএ