03/13/2025 প্রস্তুতি ম্যাচে পাত্তা পেল না পাকিস্তান
নট আউট ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩২
নট আউট ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৩৪৬ রান তাড়া করতে নেমে ৩৮ বল আগেই জয় পায় কিউইরা।
নিউজিল্যান্ডের হয়ে রানের দেখা পেয়েছেন রাচিন রবীন্দ্র। ৩ রানের আক্ষেপে পূরণ হয়নি সেঞ্চুরি। ৯৭ রানে ফিরেছিলেন সাজঘরে। এদিকে মাঠে নেমেই অর্ধশতকের দেখা পেয়েছেন কেন উইলিয়ামসন। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে খেলেছিলেন ৫৪ রানের ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে বাকিদের মধ্যে মার্ক চাপম্যান ৬৫, ড্যারেল মিচেল ৫৯, জিমি নিশাম ৩৩ ও টম লাথাম ১৮ রান করেন। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নেন উসামা মির। একটি করে উইকেট নেন হাসান আলি, আগা সালমান ও ওয়াসিম জুনিয়র।
এর আগে রিজওয়ানের ১০৩, বাবর আজমের ৮০, সৌদ শাকিলের ৭৫, আগা সালমানের ৩৩, শাদাব খানের ১৬ ও আবদুল্লাহ শফিকের ১৪ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান করে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ২টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন নিশাম ও লকি ফার্গুসন।
-নট আউট/এমআরএস