03/14/2025 ভারতের বিশ্বকাপ ‘ব্যবস্থাপনায়’ আতঙ্কিত ইংল্যান্ড
নট আউট ডেস্ক
১ অক্টোবর ২০২৩ ১১:৩৭
নট আউট ডেস্কঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার মিশনে ভারতে অবস্থান করছে দলটি। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে সাধারণ যাত্রীদের সাথে বিমানযাত্রা করতে হয়েছে ইংল্যান্ড দলকে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছে দলটির সদস্য জনি বেয়ারস্টো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেয়ারস্টো ছবি পোস্ট করে লিখেছেন, ‘অসম্ভব চিৎকার। যাত্রার শেষ দফা এখনও বাকি। ৩৮ ঘণ্টার পরেও যাত্রা চলছে।’
বেয়ারস্টোর শেয়ারকরা ছবিতে দেখা যায়, সাধারণ যাত্রীদের মাঝে গুটিয়ে বসে আছেন অধিনায়ক জস বাটলার। তিনি পুরোপুরিভাবেই ক্লান্ত। চারিদিকে কোলাহল। সাধারণ মানুষের ধাক্কাধাক্কিতে চোটও পেতে পারতেন ক্রিকেটাররা।
বিশ্বকাপ এখনো শুরু হয়নি। চলছে প্রস্তুতি ম্যাচ। সব সূচিই অনেক আগে থেকে চূড়ান্ত হয়ে রয়েছে। তবু কেন এই পরিস্থিতি- এই প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। ইংল্যান্ডে দলের বিমানযাত্রার ছবি আয়োজকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে।
-নট আউট/এমআরএস