03/14/2025 ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নট আউট ডেস্ক
১ অক্টোবর ২০২৩ ২০:১৯
নট আউট ডেস্কঃ বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচ।
গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জনি বেয়ারস্টো (অধিনায়ক), জস বাটলার, হ্যারি ব্রুক, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
-নট আউট/এমআরএস