03/12/2025 ধীরে বিকশিত হচ্ছেন শান্ত, পরবর্তী সাকিব মিরাজ
নট আউট ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ১৩:০৯
নট আউট ডেস্কঃ বর্তমান বাংলাদেশ দলের টপ পারফর্মারের তালিকায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। দুজনের ধারাবাহিক পারফরম্যান্স স্বস্তি দলের জন্য। এই দুই বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসা করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্শা বলেন, ‘আমি তাদের একজন অলরাউন্ডারের কথা বলব। মেহেদী মিরাজ, যাকে আমি প্রথমে টেস্ট খেলতে দেখেছি। টেস্ট ক্রিকেটের মানানসই অফ স্পিনার হিসেবে। এর পর তাকে আমরা দারুণ সব ইনিংস খেলতে দেখলাম। আমার চোখে— মিরাজের মধ্যে পরবর্তী সাকিব হওয়ার নির্যাস আছে।’
এ ছাড়া উদীয়মান ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্তর প্রশংসাও করেছেন প্রখ্যাত এই ক্রিকেট বিশ্লেষক। হার্শা বলেন, ‘নাজমুল শান্ত খুবই মুগ্ধ করার মতো ধারাবাহিক খেলা খেলছে। সে টপ অর্ডারে খেলাটাকে এগিয়ে নিতে পারছে। বাংলাদেশের অনেক খেলোয়াড় দলে এসে আলো ছড়িয়ে একটু একটু করে নিভে যায়। শান্ত ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সে মুশফিক ও সাকিবের ওপর যাওয়া চাপটা নিজের কাঁধে নিতে পারছে।’
-নট আউট/এমআরএস