03/14/2025 এক নয় হাথুরু-খেলোয়াড়দের স্বপ্ন
নট আউট ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ১৫:৩৭
মশিউর রহমান শাওনঃ সদ্য সমাপ্ত এশিয়া কাপে দেশের প্রথম সারির গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সে সময় বাংলাদেশের বিশ্বকাপ জয় নিয়ে তিনি বলেন, ‘তা কেউ যদি এখন এই স্বপ্ন দেখে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, তাহলে আমি তাঁকে বলব, “ঘুম থেকে জেগে উঠুন।”’
প্রধান কোচের এমন কথা ভালোভাবে নেয়নি বাংলাদেশ সমর্থকরা। খেলোয়াড়রা যে ভালোভাবে নিয়েছে বিষয়টি এমনও না। এই যেমন তামিম পাল্টা জবাব দিতে গিয়ে বলেছিলেন, আমি অবাক হয়েছিলাম কিছু কিছু মন্তব্য শুনে। আমি অবশ্যই মনে করি যে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে অর্জন করবেন কীভাবে ?
নাজমুল হোসেন শান্তও বলেছিলেন, আমরা এখনও স্বপ্ন দেখি বিশ্বকাপ জয়ের।
এবার ঢাকা পোস্টকে দেওয়া মেহেদি হাসান মিরাজের সাক্ষাৎকারও সামনে এসেছে। সেখানে তিনি বিশ্বকাপ জয় প্রসঙ্গে বলেছেন, আমরা প্রথমেই বিশ্বাস রাখি সেমিফাইনাল খেলার। এটা আমাদের সবার প্রথম লক্ষ্য এরপর সেমি-ফাইনাল জিততে পারলে তো ফাইনাল শিরোপায় চোখ থাকবে তখন।
খেলোয়াড়দের কথাতে স্পষ্ট বাংলাদেশ নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলবে। খেলোয়াড়রা ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে সবার চেয়ে হেড কোচ কেন আলাদা। একসাথে ড্রেসিংরুম শেয়ার করা মানুষদের মধ্যে দুই ধরণের লক্ষ্য থাকলে স্বপ্ন পূরণ তো সম্ভব নয়।
স্বপ্ন দেখতেই হবে। স্বপ্ন ছাড়া মানুষের অস্তিত্ব কি? স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে, আমরা স্বপ্ন পূরণের জন্য বেঁচে থাকি।
-নট আউট/এমআরএস