03/14/2025 আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নট আউট ডেস্ক
৬ অক্টোবর ২০২৩ ১৫:৪৬
নট আউট ডেস্কঃ ইংল্যান্ড-নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তবে বাংলাদেশের বিশ্বকাপ শুরু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। স্বাভাবিকভাবে প্রথম ম্যাচ বলে বাড়তি গুরুত্ব থাকবে খেলোয়াড়দের কাছে। কেননা শুরুটা মন্দ হলে আসর জুড়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনাও কম।
আফগানিস্তানের বিপক্ষে ইনিংস শুরু করবেন লিটন দাস। তবে এই উইকেট রক্ষক ব্যাটারের সঙ্গী হবেন কে? এমন অলোচনা চলছে। অতীত রেকর্ড বলছে ওপেনিংয়ে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকেই।
ওপেনিংয়ে মিরাজ আসলে তরুণ তানজিদ তামিমের জায়গা কোথায়। নট আউটের সম্ভাব্য একাদশে রাখা হয়নি তামিমকে। তামিমের পরিবর্তে জায়গা পেতে পারেন নাসুম আহমেদ।
বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার ভালো করছে না কোনভাবেই। তরুণ তামিমকে শেষ দিকে ব্যাটিংয়ে পাঠানোর কাজ নিশ্চয়ই করবে না ম্যানেজম্যান্ট। একই সাথে প্রতিপক্ষ দলে বেশিরভাগ ব্যাটসম্যান ডানহাতি। ফলে নাসুমের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ লিটন দাস,মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
-নট আউট/এমআরএস