03/13/2025 বাংলাদেশ-আফগানিস্তান অতীত পরিসংখ্যান
নট আউট ডেস্ক
৬ অক্টোবর ২০২৩ ২২:২৯
নট আউট ডেস্কঃ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। পাঞ্জাবের হিমাচল প্রদেশে অবস্থিত ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। সেমিফাইনাল স্বপ্ন পূরণ করতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সাকিবদের জন্য।
আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের অতীত লড়াই।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে ১৫ বার। এরমধ্যে ৯ ম্যাচে বাংলাদেশ ও ৬ ম্যাচে জয় আফগানিস্তানের। রান তাড়া করে বাংলাদেশ জয় পেয়েছে ২ ম্যাচে। প্রথমে ব্যাট করে জয় সংখ্যা ৭।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান সফল রান তাড়া করতেই। ৬ ম্যাচের দুইটিতে পরে ব্যাট করে জয় পেয়েছে আফগানরা। আর বাকি দুইটাই করেছিল প্রথমে ব্যাটিং।
আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের। এই উইকেট রক্ষক ব্যাটার করেছেন ৪৫৭ রান। ব্যক্তিগত ইনিংসে সেরা লিটন দাস। লিটনের ইনিংসটি ছিল ১৩৬ রানের। বল হাতে সবার উপরে অধিনায়ক সাকিব আল হাসান। নিয়েছেন ২৭ উইকেট। এক ইনিংসে সাকিবের সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।
ধর্মশালায় খেলা বলেই বাড়তি সুবিধা পেতে পারে আফগানিস্তান। কেননা এই মাঠে হওয়া ৪ ওয়ানডের ৩টিতেই জয় পেয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল। যেহেতু রান তাড়া করে বাংলাদেশের বিপক্ষে বেশিরভাগ জয় পেয়েছে আফগানরা। তাই এই ম্যাচে টসটা আরও বেশি গুরুত্বপূর্ণ।
-নট আউট/এমআরএস