03/13/2025 চিন্তা সেই ব্যাটিং নিয়েই
নট আউট ডেস্ক
৭ অক্টোবর ২০২৩ ১৭:২৯
নট আউট ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশে বিজয়ের হাসি বাংলাদেশের। ধর্মাশালায় বাংলাদেশি বোলারদের কাছে পাত্তা পায়নি আফগানিস্তান। ৫০ ওভারের আগেই অলআউট মাত্র ১৫৬ রানে। ইতমধ্যে মানুষজন জেনে গেছে ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৬ উইকেটে।
ম্যাচে প্রাপ্তি রয়েছে অনেক কিছুতেই। তবে চিন্তা সেই ব্যাটিং নিয়ে। কেননা ১৫৭ রান তাড়া করতে বাংলাদেশ খেলেছে ৩৪ দশমিক ৪ ওভার। এছাড়াও ওপেনিং জুটিও হয়নি বড়।
ভালো শুরুর ইঙ্গিত দিলেও আবারও হতাশ করেছে লিটন দাস। ফজল হক ফারুকীর ভালোই পরীক্ষা নিয়েছিল লিটন দাস। তবে জায়গা থেকে বের হয়ে আউট হয়েছেন লিটন।
খেলার মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছে না তানজিদ তামিমের। আজকের ম্যাচে সামান্য ভুলে হয়েছেন রান আউট। নাম্বার তিনে নেমে দলকে সামলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। মিরাজকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন নাজমুল হাসান শান্ত। দুজনে তুলে নিয়েছেন অর্ধশতক।
বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ব্যাটিংয়ে ভালো করতে হবে বাংলাদেশকে। কেননা প্রতিদিন বোলাররা ভালো করবে না। আর প্রতিপক্ষ ২০০ রানের আগে অলআউটও হবে না।
-নট আউট/এমআরএস