03/14/2025 আর কত রেকর্ড গড়বেন সাকিব
নট আউট ডেস্ক
৮ অক্টোবর ২০২৩ ১১:৩৪
নট আউট ডেস্কঃ সাকিব নয়, স্বয়ং রেকর্ডবুক সম্ভবত অপেক্ষা করে সাকিবকে জড়িয়ে ধরার জন্য। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে এই ম্যাচ জয় পায় বাংলাদেশ। এদিন নতুন এক রেকর্ড গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে সাকিব বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এতেই বিশ্বমঞ্চে স্পিনারদের উইকেট প্রাপ্তির তালিকায় নাম্বার তিনে উঠে এসেছেন সাকিব।
সাকিবের আগে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুলারিধরন। ইমরানের উইকেট সংখ্যা ৪০ ও মুত্তিয়ার ৬৮। চলতি আসরেই ইমরানকে ছাড়িয়ে যাবেন সাকিব, তা এক প্রকার নিশ্চিত। তবে সবার সেরা হওয়ার সুযোগ খুব একটা নেই বিশ্বসেরার।
-নট আউট/এমআরএস