03/13/2025 টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
নট আউট ডেস্ক
৮ অক্টোবর ২০২৩ ১৪:৩০
নট আউট ডেস্কঃ বিশ্বকাপে ফাইনালের আগেই যেন আরেক ফাইনাল, গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ আজ। মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্সের। আর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে খুব একটা ভাবতে হয়নি অজিদের।
বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি পাঁচটি শিরোপাও গেছে অজিদের ঘরে। অস্ট্রেলিয়া এবার মাঠে নামবে তাদের হেক্সা মিশনে। যেখানে প্রতিপক্ষ হিসেবে প্রথম ম্যাচেই তারা পাচ্ছে স্বাগতিক ভারতকে।
অন্য দিকে ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া ২০১১ বিশ্বকাপের শেষবার বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে মেখেছিল ভারত। নিজেদের তৃতীয় শিরোপার খোঁজে থাকা দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট। যদিও ডেঙ্গু আক্রান্ত হওয়া ইনফর্ম ওপেনার শুভমান গিলের সার্ভিস অস্ট্রেলিয়া ম্যাচে পাচ্ছে না ভারত।
বিশ্ব আসরে এখন পর্যন্ত এ দু’দেশ একে অপরের মুখোমুখি হয়েছে ১২ বার। যেখানে ভারতের ৪ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৮ ম্যাচে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, ক্যামেরুন গ্রিণ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।
-নট আউট/টিএ