03/13/2025 কোহলি-রাহুলে অজিদের হারিয়ে শুরু ভারতের
নট আউট ডেস্ক
৮ অক্টোবর ২০২৩ ২২:২৫
নট আউট ডেস্কঃ ৫ অক্টোবর পর্দা উঠেছিল ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের। যদিও স্বাগতিক ভারত নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে আজ (রোববার)। প্রতিপক্ষ হিসেবে প্রথম ম্যাচেই স্বাগতিকরা সামনে পেয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে। চেন্নাইয়ের স্পিন স্বর্গে আগে ব্যাট করে অজিরা এদিন গুটিয়েছে দুইশ তোলার আগেই। জবাবে শুরুতে মহা বিপাকে পড়লেও লোকেশ রাহুল ও বিরাট কোহলির ব্যাটে চড়ে বড় জয় তুলে নেয় ভারত।
চেন্নাইয়ের এদিন টস জিতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৯৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৪১ রান। জবাবে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার। এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দু'জনই তুলে নেন ফিফটি। কোহলি ফিরে গেলেও রাহুলের হার না মানা ৯৭ রানে ভর করে ৫২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত।
২০০ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারত শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দলীয় ২ রানের মাথায় স্বাগতিকরা হারায় ইশান কিষান, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের উইকেট। তিন জনই ফিরেন রানের খাতা খোলার আগে। এরপর ভারতকে আরেকটু চাপে ফেলতে পারত অজিরা। যদি না দলীয় ২০ রানের মাথায় বিরাট কোহলির সহজ ক্যাচটা না ছাড়তেন মিচেল মার্শ।
জীবন পেয়েই বিরাট কোহলি বেরিয়ে আসেন খোলস ছেড়ে। তাকে দারুণ সঙ্গ দেন লোকেশ রাহুল। এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটায় ভারত। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর অজি বোলারদের আর কোন সুযোগই দেয়নি এই দু'জন। হাফ সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি, তার দেখানো পথে হেঁটে রাহুলও তুলে নেন হাফ সেঞ্চুরি।
এরপর দুজনের অবিচ্ছিন্ন দেড় শ রানের জোটে ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। শেষ দিকে শতক হাঁকানোর দারুণ সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। কিন্তু দিনের শুরুতে জীবন পাওয়া বিরাট থামেন শতক থেকে মাত্র ১৫ রান দূরে থাকতে। ফেরার আগে অবশ্য ৬ চারে বিরাট কোহলি করেন ৮৫ রান। বিরাট কোহলির বিদায়ে ভাঙে রাহুলের সঙ্গে ১৬৫ রানের জোট।
এরপর হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাকি কাজটা সারেন লোকেশ রাহুল। যদিও শতক হাঁকানোর সুযোগ ছিল রাহুলের সামনেও। জিততে ভারতের যখন প্রয়োজন ছিল ৬ রান তখন শতক থেকে ৯ রান দূরে ছিল রাহুল। প্যাট কামিন্সকে উড়িয়ে চার হাঁকাতে গিয়ে ভাগ্যক্রমে রাহুল পেয়ে যান ছক্কা। তাতেই ৯৭ রানে অপরাজিত থেকে আফসোসে পুড়তে হয় তাকে। শেষ পর্যন্ত ৮ চার ও ২ ছক্কায় রাহুলের ৯৭ রানে চড়ে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
-নট আউট/টিএ