03/13/2025 র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলল বাংলাদেশ
নট আউট ডেস্ক
৯ অক্টোবর ২০২৩ ০৮:৪০
নট আউট ডেস্কঃ বিশ্বকাপ শুরুর আগেই রেটিং পয়েন্টে হোচট খেয়েছিল বাংলাদেশ। যার ফলে একধাপ পিছিয়ে আইসিসি র্যাংঙ্কিয়ে ৮ নাম্বারে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের জায়গা পুনরুদ্ধার করতে সময় লাগেনি সাকিব বাহিনীর।
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর ৭ নাম্বারে উঠে এসেছে বাংলাদেশ। অপরদিকে শ্রীলঙ্কার বড় হারে পিছিয়ে পড়েছে তারা।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। আর শ্রীলঙ্কার ৯১। যথারীতি শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে জায়গা আরও শক্ত করেছে।
১১৬ রেটিং পয়েন্ট নিয়ে রোহিত শর্মার দল রয়েছে এক নম্বরে। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাকিস্তান। তাদের চেয়ে ৩ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আর চার নম্বরে আছে সাউথ আফ্রিকা। তাদের পয়েন্ট ১০৮।
-নট আউট/এমআরএস