03/13/2025 অজিদের হারিয়ে বোলারদের প্রশংসায় মাতলেন রোহিত
নট আউট ডেস্ক
৯ অক্টোবর ২০২৩ ১২:৩১
নট আউট ডেস্কঃ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচেই রোহিত শর্মার দল হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে। জয় পেতে খানিকটা বেগ পেতে হলেও ভারতের কাজটা সহজ করে দেয় বোলাররাই। রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহদের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইয়ে এদিন অজিরা গুটিয়ে যায় মাত্র ১৯৯ রানে। যদিও শুরুতে তিন উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে ভারত। এরপর বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটে চড়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচ শেষে দলের বোলারদের প্রশংসা করতে তাই ভারতীয় অধিনায়ক খুব একটা কার্পণ্য করেননি। বোলিংয়ে জাদেজা-কুলদীপদের পাশাপাশি, ফিল্ডিংয়েও নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছে ভারতীয়রা। সেটাও চোখ এড়ায়নি ভারতীয় অধিনায়কের। সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে ম্যাচ জিতে উচ্ছ্বসিত রোহিত বলেন, 'বেশ উত্তেজনাপূর্ণ। টুর্নামেন্টের শুরুটা বেশ ভালো হল। আমরা দুর্দান্ত খেলেছি। বিশেষ করে ফিল্ডিং এবং বোলিং খুব ভালো হয়েছে। ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে ভালো পারফরম্যান্স করেছে। আমাদের বোলাররা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বল করেছে। বিশেষ করে স্পিনাররা। ভালো জায়গায় বল করেছে। ফলে উইকেট আসতে কোনও রকম সমস্যা হয়নি। শুধু স্পিনাররা নয়, একই সঙ্গে পেসাররাও বেশ ভালো পারফরম্যান্স করেছে। ওরা রিভার্সও পেয়েছে। প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়েছে।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলাররা কাজটা সহজ করে দিলেও শুরুতেই বিপাকে পড়ে ভারত। জস হ্যাজেলউড-মিচেল স্টার্কদের তোপে ২ রানেই স্বাগতিকরা হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। এরপর বিরাট কোহলি ও লোকেশ রাহুল ধরেন দলের হাল। কোহলি ৮৫ রান করে ফিরে গেলেও, রাহুল খেলেন হার না মানা ৯৭ রানের ইনিংস। ম্যাচ শেষ এই দুজনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রোহিত শর্মা।
ভারতীয় অধিনায়ক আরও বলেন, ' আমি বেশ নার্ভাস ছিলাম। কেউ চায় না এই ভাবে নিজের ইনিংসটা শুরু হোক। অজি বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তারা ভালো জায়গায় বল করেছে। তবে এটাও ঠিক এই স্কোরে কিছু ঢিলেঢালা শটও ব্যবহার করা হয়ছে। কারণ এটা মোটেই বড় টার্গেট ছিল না। তবে সেই সব শটগুলি পাওয়ারপ্লেতে সম্ভব। তবে বিরাট এবং রাহুলকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা যে পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে, তা এক কথায় অসাধারণ।'
-নট আউট/টিএ