03/14/2025 জায়গা হারাচ্ছেন লিটন!
নট আউট ডেস্ক
৯ অক্টোবর ২০২৩ ১৫:৫১
নট আউট ডেস্কঃ প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো করেছিলেন লিটন দাস। এই ওপেনারের রানে ফেরা ছিল স্বস্তির। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ও মূল পর্বের প্রথম ম্যাচে আবারও হতাশ করেছেন তিনি। টানা রান খরায় ভুগতে থাকা লিটন দাস জায়গা হারাতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে।
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে যোগ হতে পারে বাড়তি একজন বোলার। আর এতেই কপাল পুড়তে পারে লিটনের।
আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে শেষ একটা সুযোগ পেতেও পারেন তিনি। তাকে দলে রাখলে বাদ পড়তে পারেন তানজিদ তামিম কিংবা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আপাতত লিটনের বাদ পড়ার সম্ভাবনায় প্রবল।
বাড়তি বোলার হিসেবে একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদি কিংবা নাসুম আহমেদকে। রিয়াদ একাদশ থেকে বাদ পড়লে মাহেদির সম্ভাবনা বেশি। অপরদিকে লিটন কিংবা তামিম বাদ পড়লে নাসুম থাকছেন নিশ্চিতভাবেই।
-নট আউট/এমআরএস