03/15/2025 ব্যাটে-বলে ইংলিশদের দাপট, স্রেফ উড়ে গেল বাংলাদেশ
নট আউট ডেস্ক
১০ অক্টোবর ২০২৩ ১৯:০৮
নট আউট ডেস্কঃ আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচের শোধটা বাংলাদেশকে পেয়ে যেন সুদেআসলে তুললো জস বাটলারের দল। ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা।
ধর্মশালায় এদিন টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই যেন এদিন কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। আগে ব্যাট করে ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরি ও জো রুটের ব্যাটে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংলিশরা। জবাবে লিটন দাস ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটাররা ছিল আসা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ১৩৭ রানের বড় জয় পায় ইংল্যান্ড।
রেকর্ড ৩৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশ হারায় তানজিদ হাসান তামিম ও ইনফর্ম নাজমুল শান্তর উইকেট। অধিনায়ক সাকিব আল হাসানও ফিরে যান দ্রুত। এই তিন জনকেই ফেরান ইংলিশ পেসার রিস টপলি। এরপর দলীয় পঞ্চাশ পার করার আগে মেহেদী মিরাজের বিদায়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
বাকিরা এদিন যখন আসা যাওয়ার মিছিলে ছিলেন, অন্যপ্রান্তে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন ওপেনার লিটন দাস। ইংলিশ বোলারদের দারুণ সামলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তাতেই বাংলাদেশ পেরোয় দলীয় শতরানের গণ্ডি। ততক্ষণে অবশ্য মুশফিককে নিয়ে লিটন গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। দারুণ খেলতে থাকা লিটনের বিদায়ে ভাঙে এই জুটি।
ফেরার আগে ৭ চার ও ২ ছক্কায় লিটন খেলেন ৭৬ রানের ইনিংস। এরপর তাওহীদ হৃদয় ও মুশফিকের ব্যাটে কেবল হারের ব্যবধানটাই কমায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি তুলে মুশফিক ফিরেন সাজঘরে। ফেরার আগে ৪ চারে মুশফিক করেন ৫১ রান। এরপর তাওহীদ হৃদয় ফিরেন ৩৯ রান করে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ২২৭ রানে। ফলে, ১৩৭ রানের বড় জয় তুলে নেয় ইংল্যান্ড। দলটির পক্ষে রিস টপলি নেন ৪ উইকেট। ক্রিস ওকসের শিকার দুই ২ উইকেট।
এর আগে ধর্মশালায় টস হেরে এদিন ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। টাইগার বোলারদের নখদন্তহীন বোলিংয়ে উদ্বোধনী জুটিতেই জনি বেয়ারেস্টো ও ডেভিড মালান পার করেন আলী একশ রানের গণ্ডি। দু'জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর জনি বেয়ারেস্টোকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য পাইয়ে দেন সাকিব আল হাসান। ফেরার আগে জনি বেয়ারেস্টো করেন ৫২ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে ইংল্যান্ডের হাল ধরেন জো রুট ও ডেভিড মালান। দু'জনই দ্রুত তুলতে থাকেন রান। তাতেই ইংলিশরা হাঁটে রান পাহাড়ের পথে। বাংলাদেশের বোলারদের কোন সুযোগই না দিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ডেভিড মালান। দ্বিতীয় উইকেটেও ইংলিশরা পায় শতাধিক রানের জোট। মালানের দেখানো পথে হেঁটে জো রুট তুলে নেন হাফ সেঞ্চুরি।
এই জুটিতে ভরে করে দলীয় আড়াই শ পার করে ইংল্যান্ড। এরপর মালানকে ফেরান শেখ মেহেদী। ফেরার আগে ১৬ চার ও ৫ ছক্কায় এই ইংলিশ ওপেনার করেন ১৪২ রান। মালানের বিদায়ের পরও চারশ রান উঁকি দিচ্ছিল ইংলিশদের মনে। জো রুট ও জস বাটলার ইংল্যান্ডকে রাখেন সে পথেই। এরপর শরিফুল তুলে নেন ভয়ংকর হয়ে উঠা জস বাটলারকে।
পরের ওভারেই জোড়া উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান শরিফুলই। ফেরান শতকের পথে থাকা জো রুট (৮২) ও লিয়াম লিভিংস্টোনকে। এরপরই ইংলিশদের ছেপে ধরে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ইংলিশরা সংগ্রহ করে ৩৬৪ রান। বাংলাদেশের পক্ষে শেখ মেহেদী নেন ৪ উইকেট। শরিফুল ইসলাম নেন ৩ উইকেট।
-নট আউট/টিএ