03/15/2025 ইংল্যান্ডে বিধ্বস্ত হয়ে জরিমানা গুনল বাংলাদেশ
নট আউট ডেস্ক
১১ অক্টোবর ২০২৩ ১০:৩০
নট আউট ডেস্কঃ আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে স্রেফ উড়েই গেছে। ধর্মশালায় গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের জয়টা এসেছে ১৩৭ রানের বড় ব্যবধানে। ইংল্যান্ড ম্যাচে ভরাডুবির পর মাঠ ও মাঠের বাইরে শাস্তির মুখে পড়তে হয়েছে সাকিব আল হাসানের দলকে। এমনকি গুনতে হয়েছে জরিমানাও।
স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের ইনিংসে শাস্তিস্বরূপ শেষ ২ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে ১ জন ফিল্ডার কম রাখতে হয়েছিল বাংলাদেশকে। মাঠের ভেতরে এই শাস্তি পাওয়ার পর, জরিমানাও গুনতে হয়েছে সাকিবদের। নির্ধারিত সময়ে ১ ওভার বোলিং কম করেছে বাংলাদেশ। যার কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ টাইগারদের এ জরিমানা করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের কাছে বড় হারে আসর শুরু করা ইংল্যান্ড ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে। মঙ্গলবার ডেভিড মালানের সেঞ্চুরি ও জনি বেয়ারেস্টো-জো রুটের হাফ সেঞ্চুরিতে ৩৬৪ রানের রানের পাহাড় গড়ে। জবাব দিতে নেমে লিটন দাস ও মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি তুলে নিলেও বড় হার এড়ানো যায়নি। শেষ পর্যন্ত ২২৭ রানে গুটিয়ে গিয়ে ১৩৭ রানের বড় হারের স্বাদ পায় সাকিব আল হাসানের দল।
-নট আউট/টিএ